Apan Desh | আপন দেশ

খালিদের দাফন হবে গোপালগঞ্জে

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩৯, ১৮ মার্চ ২০২৪

খালিদের দাফন হবে গোপালগঞ্জে

ছবি : সংগৃহীত

আশির দশকের ‘চাইম’ ব্যান্ডের জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদ হৃদরোগে আক্রান্ত হয়ে হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

সোমবার (১৮ মার্চ) রাত ১১টায় রাজধানীর গ্রিন রোড জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।

পরে খালিদের মরদেহ গোপালগঞ্জে গ্রামের বাড়িতে নেয়া হবে। সেখানে পারিবারিক কবরস্থানে তার মরদেহ  দাফন হবে।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। নিজের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন খালিদ, সঙ্গে সঙ্গে তাকে নেয়া হয় কাছের কমফোর্ট হাসপাতালে। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৬০ বছর।

আরও পড়ুন <> কণ্ঠশিল্পী খালিদ মারা গেছেন

কোনো কারণেই, সরলতার প্রতিমাসহ একাধিক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন এ শিল্পী। অনেকদিন ধরে আড়ালে ছিলেন এ গায়ক। তার পরিবার বর্তমানে নিউইয়র্কে বসবাস করছে। সেখানে তার ছেলে একটি স্কুলে পড়ছে। মাঝেমধ্যে তিনি দেশে আসতেন। এ যাত্রায় এসে আর পরিবারের কাছে ফেরা হলো না তার। 

গোপালগঞ্জে জন্ম নেয়া এই শিল্পী ১৯৮১ সালে গানের জগতে যাত্রা করেন। ১৯৮৩ সালে যোগ দেন ‘চাইম’ ব্যান্ডে। তিনি চাইম ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে জনপ্রিয়তা পান।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়