Apan Desh | আপন দেশ

সারাদেশে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:৩০, ৯ মার্চ ২০২৪

সারাদেশে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ছবি: সংগৃহীত

সাধারণ ও উপ-নির্বাচন মিলিয়ে ২৩৩ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শনিবার (৯ মার্চ)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এদিন বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এখন চলছে গণনা।

দুই সিটি কর্পোরেশনসহ সারাদেশে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে (পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ) ২৩৩ নির্বাচন ও উপ-নির্বাচন হয়েছে আজ। এর মধ্যে সিটি কর্পোরেশন একটি, সিটি কর্পোরেশনের শূন্য পদে চারটি, পৌরসভার সাধারণ নির্বাচন তিনটি, পৌরসভার শূন্য পদে উপ-নির্বাচন ১৫, ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ১৩, ইউনিয়ন পরিষদের শূন্য পদে উপ-নির্বাচন (চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত নারী আসন) ১৯০, জেলা পরিষদে শূন্য পদে সাতটি উপনির্বাচন অনুষ্ঠিত হয়। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আজ শনিবার বড় পরিসরে স্থানীয় সরকারের প্রথম ভোট অনুষ্ঠিত হলো। 

এর আগে, নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগের পরিচালক শরীফুল আলম বলেন, পৌরসভা, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। বাকি নির্বাচনগুলো ব্যালট পেপারের মাধ্যমে হচ্ছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ