Apan Desh | আপন দেশ

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৫, ১ জানুয়ারি ২০২৪

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি

ছবি: স্কাই নিউজ

জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আঘাত হেনেছে। দেশটির ইশিকাওয়া প্রিফেকচারের ওয়াজিমা শহরে ১ দশমিক ২ মিটার উচ্চতার সুনামি আঘাত হেনেছে। উপকূলে ভূমিকম্পের কেন্দ্রস্থলের ৩০০ মিটারের (১৯০ মাইল) মধ্যে আরও বিপজ্জনক সুনামি আঘাত হানতে পারে।

সোমবার (১ জানুয়ারি) হাওয়াই-ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, জাপান সাগরের নোটো অঞ্চলে স্থানীয় সময় সোমবার বিকেল ৪টার দিকে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

আরও পড়ুন>> ড. ইউনূসের ছয় মাসের কারাদণ্ড

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, জাপানের নতো অঞ্চলের ইশিকাওয়া প্রিফেকচারে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, সুনামির প্রভাবে পানির স্রোত ৫ মিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে পারে। এ কারণে জনগণকে যত দ্রুত সম্ভব উঁচু ভূমি বা নিকটবর্তী ভবনের চূড়ায় চলে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এর আগে, গত বছরের অক্টোবরে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল জাপানে। তখনও সুনামি সতর্কতা জারি করেছিল জাপান সরকার।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়