Apan Desh | আপন দেশ

দুদক সচিবের সঙ্গে মার্কিন দুর্নীতিবিষয়ক কর্মকর্তার বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩২, ৬ আগস্ট ২০২৩

আপডেট: ১৯:০৭, ৬ আগস্ট ২০২৩

দুদক সচিবের সঙ্গে মার্কিন দুর্নীতিবিষয়ক কর্মকর্তার বৈঠক

ছবি: সংগৃহীত

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুব হোসেনের সঙ্গে বৈঠকে করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউ।

রোববার (৬ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটে রিচার্ড নেফিউর নেতৃত্বাধীন তিন সদস্যের একটি প্রতিনিধি দল দুদকের প্রধান কার্যালয়ে পৌঁছান। পরে প্রতিনিধি দলটি দুদক সচিবের কক্ষে বৈঠকে বসেন।

৫ জুলাই যুক্তরাষ্ট্রের বৈশ্বিক দুর্নীতি দমন বিষয়ক সমন্বয়কের দায়িত্ব গ্রহণের পর বিশ্বের বিভিন্ন অঞ্চল সফর করছেন রিচার্ড নেফিউ। দক্ষিণ এশিয়া অঞ্চলে সফরের অংশ হিসেবে বাংলাদেশও তার সফরের অন্তর্ভুক্ত রয়েছে। তিনি সরাসরি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংযুক্ত।

তিনদিনের এই সফরে দুদক ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, দুর্নীতি দমন নিয়ে কাজ করে এমন সরকারি, বেসরকারি সংস্থার সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রতিনিধি দলটির।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়