Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৩, ১৩ মার্চ ২০২৪

প্রধানমন্ত্রীর আহ্বান

ছবি: সংগৃহীত

ইফতার পার্টি না করে সে টাকা দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৩ মার্চ) নিজ কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ আহ্বান জানান। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি রমজান মাসে সরকারি ও বেসরকারিভাবে ইফতার পার্টির বিষয়ে নিরুৎসাহিত করেন শেখ হাসিনা। 

মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রী আজকে একটা আবেদন জানিয়েছেন, বিশেষ করে উনি ইতোমধ্যে ইফতার পার্টি না করার জন্য সিদ্ধান্ত দিয়েছেন। বলেছেন যে, যারা আগ্রহী বা যাদের সাধ্য আছে তারা যেন সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। ইফতার পার্টির যে টাকা, সেটি নিয়ে যেন মানুষের পাশে দাঁড়ায়।

বৈঠকে প্রধানমন্ত্রী আরও সুস্পস্ট নির্দেশনা দিয়েছেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, সেটি হচ্ছে- জাতির পিতা বঙ্গবন্ধুর সমবায় নিয়ে একটি স্বপ্ন ছিল। সেই স্বপ্নের আলোকে যাতে করে কৃষিভিত্তিক সমবায় গড়ে তোলা যায় সেজন্য কৃষি মন্ত্রণালয় এবং পল্লি উন্নয়ন বিভাগকে নির্দেশনা দিয়েছেন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়