Apan Desh | আপন দেশ

রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন মিমি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫২, ১৬ ফেব্রুয়ারি ২০২৪

রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন মিমি

ছবি: সংগৃহীত

চলচ্চিত্র অঙ্গণের মানুষদের রাজনীতিতে আসা এখন চল। ক’দিন আগে দক্ষিণী অভিনেতা বিজয় থালাপতি রাজনীতিতে পা রাখলেন। টালিউডের বোদ্ধা অভিনেতা মিঠুন চক্রবর্তীও এ আঙিনায় নাম লেখাতে চেয়েছিলেন। তবে চলচ্চিত্র থেকে এসে সরে যাওয়ার ঘটনা খুব কমই। এবার সেই কাতারে নাম লেখাচ্ছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি যাদবপুর লোকসভার সংসদ সদস্য।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত বৈঠক শেষে জানালেন মিমি। এরই মধ্যে পাঠিয়েছেন পদত্যাগপত্রও। সংসদ সদস্য পদ, এমনকি আগামী লোকসভা নির্বাচনেও আর প্রার্থী হতে চাইছেন না।

গত তিন দিনে একাধিক পদ থেকে ইস্তফা দিয়েছেন মিমি। সোমবার (১২ ফেব্রুয়ারি) পদত্যাগ করেছেন নিজ এলাকার দুটি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে। পরদিন ইস্তফা দেন সংসদের দুটি পদ থেকে। এ নিয়ে ক্ষোভ বাড়লে সরাসরি মমতার সঙ্গে আজ বৈঠক করেন।

আরও পড়ুন>> নায়িকাদের কেউই মনোনয়ন পাননি

মমতার সঙ্গে তার এই বৈঠক হয় মিনিট পনেরোর মতো। তারপর গণমাধ্যমে মিমি যা বললেন তা রীতিমতো বিস্ফোরক। অভিমান ঝরে পড়েছে তৃণমূল কংগ্রেসের এই সাংসদের কথায়। মিমি বললেন, ‘রাজনীতি আমার জন্য নয়। এটা আমি বিশ্বাস করি। নিজের দল তো ছেড়েই দিন, অন্য দলকে নিয়েও কখনও খারাপ কথা বলিনি। তাহলে আমাকে কেন এত খারাপ কথা শুনতে হবে? আমি দিল্লিতে থাকলে বলা হয় সাংসদ তো দিল্লিতেই থাকেন। আবার কলকাতায় থাকলে বলা হবে আমি তো দিল্লিতেই যাই না। তাহলে সাংসদ করে লাভ কী হলো।’

তিনি বলেন, ‘দুদিন আগে আমার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছি। দিদির কাছে পাঠিয়ে দিয়েছি। কিন্তু তিনি এখনও সেটা গ্রহণ করেননি। আমার যে অভিযোগ ছিল, সেটা আমি দিদিকে জানিয়েছি। দেখি তিনি কী পদক্ষেপ নেন। কাদের কাছ থেকে বাধা পেয়েছি, সেটা আমার দলের সুপ্রিমোকে জানিয়েছি। যে দল আমাকে প্রার্থী করেছে, তাই আমি দলের সুপ্রিমোকেই আগে জানিয়েছি। তিনি অ্যাকসেপ্ট করলে আমি লোকসভার স্পিকারকে পাঠিয়ে দেব।’

একই সঙ্গে ‘অভিমানী’ মিমি ঘোষণা করেন, আগামী লোকসভা নির্বাচনেও তিনি আর প্রার্থী হতে চান না। তার স্পষ্ট কথায়, ‘আইনত রাজনীতি থেকে সরতে যা যা করার সেটা আমি করেছি। দলের সদস্যপদ এখনও রয়েছে। আর প্রার্থী হতে চাই না।’

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়