Apan Desh | আপন দেশ

অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৫, ২২ মার্চ ২০২৪

অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার

ফাইল ছবি

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাকে গ্রেফতার করে।

লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে নয়াদিল্লির রাজনীতিতে এমন চমকপ্রদ ঘটনা দেখা গেছে। 

অভিযোগ উঠেছে, তিনি নয়বার ইডির সমন এড়িয়ে গেছেন। কেজরিওয়ালকে গ্রেফতারের পর তার বাসভবনের সামনে বিক্ষোভ দেখান আম আদমি পার্টির কর্মী-সমর্থকেরা। ভারতের রাজধানীজুড়ে প্রতিবাদ শুরু করেন তারা।

আরও পড়ুন <> গোলাপের আদলে বিশ্বের সবচেয়ে বড় লন্ঠন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ১৪৪ ধারা জারি করা হয়। কেজরিওয়াল স্বাধীন ভারতের ইতিহাসে গ্রেফতার হওয়া প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী।

তার দল আম আদমি পার্টি বলছে, গ্রেফতার হলেও তিনি এই পদে বহাল থাকবেন। এ ছাড়া কেজরিওয়াল জেল থেকেই মুখ্যমন্ত্রীর সব দায়িত্ব পালন করবেন। 

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়