Apan Desh | আপন দেশ

আপন জুয়েলার্সের মালিকের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৩, ৬ জুলাই ২০২৩

আপন জুয়েলার্সের মালিকের বিরুদ্ধে দুদকের মামলা

ফাইল ছবি

আপন জুয়েলার্সের মালিক গুলজার আহমেদের বিরুদ্ধে প্রায় ৩০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গুলজারের স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট সম্পদের পরিমাণ ৭১ কোটি ৮১ লাখ টাকা। এর মধ্যে বৈধভাবে তিনি ৪১ কোটি ২৮ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন।

দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেছেন বলে বৃহস্পতিবার (৬ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০১৮ সালের ২ জুলাই দাখিল করা সম্পদ বিবরণীতে গুলজার ৫০ কোটি ৮৫ লাখ টাকার অস্থাবর সম্পত্তি থাকার কথা জানান। কিন্তু দুদকের অনুসন্ধানে পাওয়া গেছে তার মোট ৫২ কোটি ৪৭ লাখ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। অর্থাৎ তার অস্থাবর সম্পদের পরিমাণ বিবরণীতে উল্লেখ করা পরিমাণের চেয়ে ১ কোটি ৬১ লাখ টাকা বেশি, যে তথ্যটি তিনি গোপন করেছেন।

এ ছাড়া তদন্ত কর্মকর্তা জানতে পেরেছেন, গুলজারের স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট সম্পদের পরিমাণ ৭১ কোটি ৮১ লাখ টাকা। এর মধ্যে বৈধভাবে তিনি ৪১ কোটি ২৮ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন। বাকি ৩০ কোটি ৫৩ লাখ টাকা অবৈধভাবে অর্জিত হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়