Apan Desh | আপন দেশ

র‌্যাবের ওপর কীভাবে স্যাংশন আসে, প্রশ্ন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৬, ৬ মার্চ ২০২৪

আপডেট: ১৩:৪৩, ৬ মার্চ ২০২৪

র‌্যাবের ওপর কীভাবে স্যাংশন আসে, প্রশ্ন প্রধানমন্ত্রীর

ভিডিও থেকে নেয়া ছবি

র‌্যাব মানুষের অধিকার সংরক্ষণে কাজ করছে। আর এ সংস্থার ওপর যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে। এরকম সংস্থার ওপর কীভাবে স্যাংশন আসে। স্যাংশন কখনো একতরফা হয় না, দরকার হলে আমরাও স্যাংশন দিব। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৬ মার্চ) রাজধানীর কুর্মিটোলায় র‌্যাবের সদর দফতরে বাহিনীটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা তখনই সফল হবে, যখন দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে, নিয়ন্ত্রণে থাকবে। একইসঙ্গে আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সকল সদস্য সচেতন থাকবেন। তাহলেই আমরা অর্থনৈতিক উন্নয়ন করতে পারব।’

তিনি বলেন, ‘আমি ধন্যবাদ জানাই র‌্যাবের সকল সদস্যকে। জীবনের ঝুঁকি নিয়েও তারা বিভিন্ন ক্ষেত্রে সাহসী ভূমিকা রেখেছেন। জঙ্গীবাদ দমনে তারা বিশেষ ভূমিকা রেখেছে।’

আরও পড়ুন>> বেইলি রোডের আগুন ইলেকট্রিক কেটলি থেকে

শেখ হাসিনা বলেন, ‘মাদক, কিশোর গ্যাং সমাজকে ধ্বংস করে দিচ্ছে। অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, বিশেষ করে আমাদের যুব সমাজ। তাদের মেধা নষ্ট হচ্ছে। তাদের কর্মশক্তি নষ্ট হচ্ছে। এই মাদক বিস্তার রোধে র‌্যাব সব সময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে, যা আরও বেশি কার্যকর করা প্রয়োজন।’

সরকারপ্রধান আরও বলেন, ‘রমজানে সংযমের পরিবর্তে কিছু অসাধু ব্যবসায়ী লোভী হয়ে ওঠে এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

উল্লেখ্য, ২০০৪ সালে স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিয়ে আত্মপ্রকাশ করে র‌্যাব। ২৬ মার্চ প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর দিনটিকে ‘রেইজিং ডে’ হিসেবে পালন করে আসছে বিশেষ এ এলিট ফোর্স।

বর্তমানে বাহিনীর মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব পালন করছেন পুলিশের অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। প্রতিষ্ঠার পর সাংগঠনিক কর্মকাণ্ড ছাড়াও স্ব-স্ব এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ শুরু করে র‌্যাব।

আপন দেশ/আরএম/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়