Apan Desh | আপন দেশ

রামেকে ১২ দালাল গ্রেফতার, ক্লিনিক সিলগালা

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৬, ৭ মার্চ ২০২৪

রামেকে ১২ দালাল গ্রেফতার, ক্লিনিক সিলগালা

ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) মোবাইল কোর্ট পরিচালনা করেছে র‌্যাব-৫। এ সময় ১২ জন দালাল চক্রের সদস্যকে গ্রেফতার করেছে সংস্থাটি। প্রত্যেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে এ অভিযানটি পরিচালনা করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. জামাল হোসেন (৪০), মো. সাবজাল হক (৫২), মো. মোতাসসিম রুপক (৩২), মো. রনি শেখ (২৫), মো. সজল (৪২), মো. শাহিন আলম পিয়াস (২৪), মো. আব্দুল জলিল (৫৫), মো. রাজন আলী (৩৫), মো. মুরসালিন (২৪), আহমদ আলী (৩০), মো. রয়েল হোসেন অপু (৩২) ও মো. সোহেল রানা (২৪)।

র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এলিট ফোর্স জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রামেক হাসপাতালে ও এর আশপাশ এলাকায় ঘুরাঘুরি করে; সাধারণ রোগী ও রোগী স্বজনদের ডাক্তারদের কাছের লোক বলে পরিচয় দেন। রোগীদের উন্নত চিকিৎসার লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নেয়। 

রামেকে অল্প খরচে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে দেয়ার কথা বলেও টাকা নেয়। এছাড়া সরকারি অ্যাম্বুলেন্সে যাতায়াত করিয়ে দেয়ার কথা বলে প্রতারণা করে আসছে। নানাভাবে রোগীদের হয়রানির দায়ে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়াও বিভিন্ন অনিয়মের অভিযোগে আল শেফা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. ডাবলুকে ৫০ হাজার টাকা, রাজশাহী কিডনি ডায়ালাইসিস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. বাচ্চু রহমানকে ২০ হাজার টাকা, মেডিকো ডায়াগনস্টিক সেন্টারের মালিক উম্মে মনিরাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সানবিম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে র‌্যাব।

আপন দেশ/আইবি/এসএমএ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়