Apan Desh | আপন দেশ

মির্জা ফখরুলের জামিন শুনানি ৩ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩০, ১৭ ডিসেম্বর ২০২৩

মির্জা ফখরুলের জামিন শুনানি ৩ জানুয়ারি

ফাইল ছবি

প্রধান বিচারপতির বাসায় হামলার মামলায় গ্রেফতার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের ওপর শুনানি আগামী ৩ জানুয়ারি।

বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি শাহেদ নুরুদ্দিন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার (১৭ ডিসেম্বর) এই দিন ধার্য করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুুব উদ্দিন খোকন।

আরও পড়ুন <> ‘স্যাংশান এলে পুনঃনির্বাচন দিতে হবে’

এর আগে গত ৭ ডিসেম্বর মির্জা ফখরুলকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন এই আদালত। এক সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়।

পরে ১৪ ডিসেম্বর সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদনের নেতৃত্বে বিএনপিপন্থী আইনজীবীরা বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি শাহেদ নুরুদ্দিন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে যান এবং দ্রুত শুনানির জন্য তারিখ চাইলে ১৭ ডিসেম্বর সময় দেন আদালত। এবার তা পিছিয়ে ৩ জানুয়ারি করা হলো।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়