Apan Desh | আপন দেশ

নাইকো দুর্নীতি: খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য পেছাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

নাইকো দুর্নীতি: খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য পেছাল

ছবি: সংগৃহীত

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। আগামী ৪ মার্চ দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল।

খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী হাজিরা দেন। মামলায় সাক্ষ্য দিতে একজন সাক্ষী আদালতে উপস্থিত হন। তবে দুদক সাক্ষ্য গ্রহণের জন্য প্রস্তুত না থাকায় সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া ও হান্নান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

২০০৭ সালের ৯ ডিসেম্বর। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন, দুর্নীতির অভিযোগে এ মামলা হয়।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়